× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চেক বিতরণ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত 'সি' ক্যাটাগরির যোদ্ধাদের অনূকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।বুধবার (২১ মে) ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই আনুষ্ঠানিক অনুষ্ঠানে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সি ক্যাটাগরিভুক্ত  জুলাই যোদ্ধাদের হাতে সম্মানসূচক চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আরিফুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্ট যোদ্ধারা জাতির ইতিহাসে এক সাহসী অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.