× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পৌরসভা স্থাপনের ১৫ বছর পর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছর পর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ক্ষেতলাল পৌরসভার প্রশাসক জিন্নাতুন আরা'র সার্বিক তত্বাবধানে এ পৌরসভার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২১ মে (বুধবার) বিকেল ৩টায় ক্ষেতলাল পৌরসভার নিজস্ব ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জানা গেছে, ২০১০ সালে ক্ষেতলাল পৌরসভা স্থাপিত হলেও নিজস্ব কোন ভবন ছিলো না। বিভিন্ন ভবনের ফ্লোর ভাড়া নিয়ে চলত পৌরসভার কার্যক্রম। সেসব জায়গায় স্থান সংকুলানের জন্য কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হত পৌরসভার হাজার হাজার জনসাধারণ।


তবে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এ পৌরসভা। দীর্ঘ প্রতিক্ষার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৫ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে আড়াই তলা বিশিষ্ট অত্যাধুনিক পৌর ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান ও আলিমজ্জামান সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সহকারী মীর এহতেশাম সয়ন, ক্যাসিয়ার আব্দুল কুদ্দুস, ক্ষেতলাল উপজেলা পরিষদের সিএ এসএম শওকত, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.