× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২১ মে ২০২৫, ২০:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (২১ মে) দুপুরে নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সোলায়মান বাবু (৭০) ও শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও পুত্রবধূ। ঘরের খুঁটি লাগানোর সময় অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের গায়ের উপরে পড়ে যায়। মুহূর্তেই তারা তাতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সোলায়মান বাবু ও তার পুত্রবধূ শাবনা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী। স্থানীয়রা তাকে আহত অবস্থা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.