× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোংলায় এনসিপির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

২১ মে ২০২৫, ২০:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মংলায় এনসিপির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা। ওই মামলায় মোংলা পৌর বিএনপি’র আহবায়ক ও সহযোগী সংগঠনের নেতাদের আসামি করা হয়েছে। বুধবার  (২১ মে) বেলা ১২:০০ টায় মোংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইমরান হোসেন। ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ মামলার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানানো হয় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইমরান হোসেন বলেন, গত ২০ মে মোংলা থানায় এনসিপির প্ররোচনায় বিএনপির মোংলা পৌর আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিনসহ ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩৪-৩৫ জনকেও আসামি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২১ এপ্রিল মোংলা শ্রমিকদলের আয়োজনে মে দিবস উপলক্ষে প্রস্তুতি সভাকে কেন্দ্র করে। একই দিনে এনসিপির একটি পক্ষ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে এডহক কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করে, যা নিয়মবহির্ভূত ছিল বলে দাবি করেন বিএনপি নেতারা। এরপর ২৮ এপ্রিল উভয় পক্ষের মধ্যে স্টেজ নির্মাণকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসন ২৯ এপ্রিল কোনো পক্ষকেই সভা করতে দেয়নি।

বক্তব্যে আরও বলা হয়, শ্রমিক সংগঠনটির ব্যাপারে শ্রম দপ্তর কর্তৃক সরেজমিনে তদন্তে জানা যায়—উক্ত সংগঠনের কোনো বৈধ সাধারণ সদস্য নেই। সে প্রেক্ষিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকলেও এনসিপি হঠাৎ সভা ডেকে পরিবেশ অস্থির করার চেষ্টা চালায়। এই ঘটনার জের ধরেই মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক বলেন, “এটি একটি পরিকল্পিত মামলা, যাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।”

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মকাণ্ডে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল গণতান্ত্রিক দলের সহাবস্থান এবং মত প্রকাশের অধিকারকে সম্মান করে বিএনপি। তিনি সাংবাদিকদের প্রতি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এ ঘটনার সত্যতা দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মকসুদুর রহমান গামা, বাবলু ভূইয়া, শাহাজাহান ফকির, খোরশেদ আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.