× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জ থেকে উদ্ধার গন্ধগোকুলের শাবক লাউয়ছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

২১ মে ২০২৫, ২০:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে উদ্ধার করা  তিনটি গন্ধগোকুলের শাবক লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে। বুধবার(২১ মে) দুপুরে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গন্ধগোকুলের শাবক গুলো অবমুক্ত করে। এর আগে গত ২১ এপ্রিল কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বড়চেগ এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে কিছুটা আহত অবস্থায় তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করা হয়। 

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান  গন্ধগোকুলের শাবক অবমুক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন,কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা গন্ধগোকুলের শাবক গুলোকে যথাযত ভাবে জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যা ও একমাস চিকিৎসাসেবা প্রদান করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক,জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম, বনপ্রাণ সুরক্ষা ও সংরক্ষণে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ ( SEW) টিমের খোকন থৌনাউজম, কাজল হাজরা,সোহেল শ্যাম,প্লাম্পলরিস ই ভি'র ডেপুটি ম্যানেজার মো. আজিজুল হাকিম আবির,বুক কিপিং এন্ড মিডিয়া ম্যানেজিং ফাইয়াজ হাসান প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.