× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় বোরো ধানের বাম্পার ফলন

মো. শাহাদত হোসেন,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

২১ মে ২০২৫, ২০:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের মৌসুমে সব মাঠেই বোরো (ইরি) ধানের ফলন ভালো হারে মিলছে। বোরো ধানের বাম্পার ফলন মিলছে বলে জানা যায় । কৃষকেরা বছরের প্রধান আবাদের বোরো ধানের ভালো হারে ফলনে বেশ খুশী বলে কথা বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে উল্লাপাড়া উপজেলায় এবারের মৌসুমে ৩০ হাজার ৩৭০ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধান ফসলের আবাদ হয়েছে। কৃষকেরা ব্রি ধান ৮৯ , ব্রি ধান ৯২ , ব্রি ধান ১০২ , ব্রি ধান ১০৫ , ব্রি ধান ১০৮ জাতের ধান ও কাটারী , শুভলতা , হাইব্রিডসহ আরো কয়েক জাতের ধান আবাদ করেছেন । উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে বোরো ধান কাটা হচ্ছে । এরই মধ্যে প্রায় ৫৩ ভাগ ধান কাটা হয়েছে বলে জানা গেছে। উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা, বাঙ্গালা, হাটিকুমরুল ইউনিয়ন এলাকায় আগাম আবাদের বোরো ধান আগে কাটা শুরু হয়েছে । কোনো কোনো মাঠে ধান কাটা শেষ হয়ে এসেছে। উপজেলার অন্য ইউনিয়নগুলোয় বোরো ধান কাটা শুরু হয়েছে।

উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া , নাগরৌহা, মাগুড়াডাঙ্গা , সলঙ্গার জগজীবনপুর , আঙ্গারু , হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী এলাকার কৃষকেরা জানান তাদের আবাদ করা সব জাতের বোরো ধানের ভালো হারে ফলন পাচ্ছেন।

প্রতিবেদককে কৃষক রবিউল ইসলাম , আজমত আলী বলেন তারা বিঘা প্রতি প্রায় বাইশ মণ হারে ফলন পেয়েছেন। সলঙ্গার নাইমুড়িতে কয়েকজন কৃষক এবারে প্রথম নতুন ব্রি ১০৮ জাতের ধানের আবাদ করেছেন। তারা ধান কেটে পুরোপুরি শুকানোর পর ওজন করে বিঘা প্রতি প্রায় ২৭ থেকে ২৮ মণ হারে ফলন হয়েছে বলে হিসাব করে মিলিয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে জানা তথ্যে উল্লাপাড়ায় এবারের মৌসুমে সরকারীভাবে এক হাজার ৩৭৪ মেট্রিক টন বোরো ধান আর তিন হাজার ৪৭৪ মেট্রিক টন বোরো ধানের চাউল ক্রয় সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাউল প্রতি কেজি ৪৯টাকা দর নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন এবারের মৌসুমে উপজেলার সব মাঠেই কৃষকেরা তাদের আবাদ বোরো ধানের ভালো হারে ফলন পাচ্ছেন। কৃষকেরা বেশী হারে ফলনশীল নানা জাতের ধান আবাদ করেছেন। উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে বোরো ধান আবাদে পরামর্শ ও নানা ভাবে সহযোগিতা করেছেন। এরই মধ্যে প্রায় ৫৩ ভাগ ধান কাটা হয়ে গেছে। সব মাঠেরই ধানের বাম্পার ফলন মিলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.