চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরবর্তী করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ভূঁইয়া।
সভায় নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মোঃ ইদ্রিস, অভিভাবক সদস্য মোঃ সোলাইমান এবং শিক্ষক প্রতিনিধি তাজুল ইসলাম।
সভার শুরুতে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি নবনির্বাচিত সভাপতির হাতে অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
সভা শেষে শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে সকল পক্ষ ঐকমত্য পোষণ করেন।