× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত

মো.আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ।

২২ মে ২০২৫, ১৩:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নড়াইলের লোহাগড়া উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা রোড রোলারে মোটরসাইকেলের ধাক্কায় সালমান মল্লিক (১৮) নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের মা ও ভাবী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২১ মে) রাত ৮ টার দিকে লোহাগড়া পৌর শহরের কুন্দশী এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের মৃত শহীদ মল্লিকের ছেলে এবং সরকারি  মল্লিকপুর ইউনিয়ন একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে সালমান ও তার মা-ভাবীকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর থেকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল। এ সময় দ্রুত গতির মোটরসাইকেলটি শহরের কুন্দশী এলাকার আজিজুর রহমান মুয়াজের বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রোড রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ তার মা ও ভাবী গুরুতর আহত হয়।  

স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.