× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে তরুণদের উদ্যোগে বিধবা মহিলার নড়বড়ে ঘর হলো নতুন

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি ।

২২ মে ২০২৫, ১৬:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝড় হলেই দুশ্চিন্তা এই বুঝি পড়ে গেলো ঘরটি। নড়বড়ে ঘর থাকায় শিয়াল কুকুরের আনাগোনা প্রায়সময় থাকতো ঘরের ভিতর৷ বৃষ্টি হলে টিনের চালের ফাঁক দিয়ে পড়তো পানি৷ এমনই নিদারুণ অবস্থায় কাটছিলো দিন৷ 

কষ্টকে বুকে চাপা দিয়ে এভাবেই কাটছিলো বিধবা এক মহিলার দিনগুলো৷ ঠিক করার মতো ছিলোনা তার অর্থ৷ তিনবেলা খাবার যোগাতে হিমসিম অবস্থা সেখানে ঘর তো দুঃস্বপ্নের মতো। এতোসব কষ্টের ভিতরে আশার আলো হয়ে এসেছে এলাকার কিছু উদ্যোমী যুবক। 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আফিল উদ্দিনের সহধর্মিণী মর্লিকা বেগমের ঘরটি সংস্কার করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা অবর্ননীয় কষ্ট কিছুটা কমছে৷ 

জানা যায়, ২০ বছর আগে স্বামী আফিল উদ্দিন মারা যায়৷ এর পর থেকে দুই ছেলেকে নিয়ে চলছিলো সংসার৷ নানান কারণে ছেলেরা আলাদা হয়ে গিয়ে মার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়৷ এর পর থেকে একাই রয়েছেন মর্লিকা বেগম৷ নিজ গ্রামে পিঠা বিক্রি আর মানুষের দেওয়া সহায়তায় কোনরকমে দিনপাত করছেন৷ তার নড়বড়ে ঘরটি দেখে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে আসেন৷ পরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কলি স্পোর্টস একাডেমি এন্ড সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় জরাজীর্ণ ঘরটি মেরামত করা হয়েছে। 

মেরামত সম্পন্ন হবার পরে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন, সংগঠনটির চেয়ারম্যান মো: শফিকুর রহমান আল-আমিন, উপদেষ্টা মো: অসিম আকরাম, মো: ফজলুর রহমান,  সাখাওয়াত হোসেন ফুলু, সদস্য সচিব সাইফুদ্দিন নাজনু, অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদুল ইসলাম সোহাগ, সমাজসেবক মামুনুর রশীদ মামুন, মনিরুল হক রাজিব সহ আরও অনেকেই৷ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.