× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় গরুকে কাগজে কলমে দেশি বানানোর চেষ্টা জব্দ হয়েছে ২২টি; ব্যাপারীদের বিক্ষোভ অবরোধ

শাহনুর রহমান রানা (রাজশাহী ব্যুরো)

২২ মে ২০২৫, ১৬:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-রাজশাহী ব্যাটালিয়ন-১) সেক্টর সদর দপ্তর রাজশাহীর সদস্যরা দুটো নসিমন সহ ২২টি গরু জব্দ করে। জব্দ করা গরুগুলোকে বিজিবি কর্তৃপক্ষ বলছেন ভারতীয়, আর অন্যদিকে, বিভিন্ন এলাকার গরু ব্যাপারীরা বলছেন দেশী। জব্দ হওয়া গরুগুলো ছাড়ানোর দাবিতে প্রায় শ’খানেক ব্যাপারী বিজিবির গেটের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। বুধবার (২১ মে) বেশ কয়েকঘন্টা সেই উত্তেজনা বিরাজমান ছিল। পরে বিজিবি ও শাহমখদুম থানাপুলিশের শক্তবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

গরু ব্যাপারিদের দাবি গরুগুলো দেশি। তারা বলছেন, আমরা বিভিন্ন ব্যক্তি ও হাট থেকে কয়েকমাস আগে গরুগুলো কিনেছিলেন। ঈদকে সামনে রেখে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন বিক্রির উদ্দেশ্যে। তানোর উপজেলার গরুর ব্যাপারি লাল মিয়া বলেন, চারটা সাদা ও একটা লাল গরু নিয়ে বড় একটি নসিমনে করে আমি রাজশাহী সিটি হাটের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে বিজিবির সদস্যরা সেগুলো জব্দ করেন। পাবনার সাথিয়া এলাকা শাহাদৎ বলেন, আমি দুইটা গরু নিয়ে রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলাম। এদিকে, মোহনপুর উপজেলা থেকে শফিকুল ইসলাম, দুলাল, তানোরের সামসুল, আব্দুল মতিন, রবিউল সহ অন্যরা নিজেদের গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন সিটি হাটে। হঠাৎ করে বিজিবির গাড়ি এসে গরুগুলো ভারতীয় বলে আটক করেন। আমাদের কাছে থাকা বিক্রয়োত্তর রশিদ, হাটের ছাড়পত্র ও ইউনিয়ন পরিষদের প্রত্যয়ণপত্র দেখানোর পরেও তারা গরুগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-রাজশাহী ব্যাটালিয়ন-১) সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান বলেন, সর্বমোট ২২টি গরু জব্দ করা হয়েছে। গরুগুলো ভারতীয় বিধায় জব্দ করা হয়েছে। অবৈধ ভারতীয় গরু দেশের হাটে বিক্রি করা বা বিনিময় করা নিষিদ্ধ। এখন কথা হলো, যে গরুগুলো ভারতীয়, সেগুলো দেশি বলে চালিয়ে দেবার কোন সুযোগ এখানে নেই। আমরা দেশের আইনানুযায়ী সেগুলো জব্দ করে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন সরকারি নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহণ করবেন। জব্দ করা গরুগুলো ছাড়ানোর অসৎ উদ্দেশ্য নিয়ে গরু ব্যাপারীরা বিজিবি গেটের সামনে হট্টগোল ও সড়ক অবরোধ করেন।

গরুগুলো ভারতীয় হবার পরেও কিভাবে হাট কর্তৃপক্ষ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয় থেকে সেগুলো দেশি বলে ছাড়পত্র ও প্রত্যয়নপত্র দিলো তা নিয়ে সচেতন ব্যক্তিদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ব্যাপারিরা গরুগুলোকে ঐসকল ছাড়পত্র ও প্রত্যয়নপত্রের বিপরীতে দেশি বলে দাবি করলেও; গরুগুলো ভারতীয় বলে জানান বিজিবি কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় গরু ব্যবসায়ি ও হাটে কর্মরত ব্যক্তিরা বলেন, গরুগুলোর দৈহিক গঠণ ও অবয়ব দেখলেই বোঝা যায় সেগুলো দেশি নয়, ইন্ডিয়ান।

তানোর উপজেলার সামসুল নামের একজন গরু ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি গত ০৪-০২-২০২৪ ইং তারিখের একটি রশিদ/ হাটের ছাড়পত্র দেখান। তিনি দাবি করেন রাজশাহী সিটি হাট থেকে তিনি একটি গরু ঐ তারিখে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকার কিনেছিলেন। সিটি হাটের ঐসময়ের ইজারাদার ছিলেন, আওয়ামী লীগের মহানগর নেতা আতিকুর রহমান কালু। সিটি হাটের আরো একটি ছাড়পত্র/রশিদ দেখান খাইরুল। সেটি ছিল চলতি বছরের ২৬-০১-২০২৫ ইং তারিখের। ১ লাখ ৭০ হাজার টাকায় গরুটি কেনেন।  অন্যদিকে, গরুর জাত ও ধরণ উল্লেখপূর্বক তানোর উপজেলার ৪নং সরনজাই ইউনিয়ন পরিষদের একটি প্রত্যয়ন দেখান ঐ এলাকার মোঃ মতি মন্ডল। গত ২১-০৫-২০২৫ তারিখে দেয়া বিক্রয়ের ছাড়পত্রে দুইটি ভারতীয় গরুকে দেশি বলে দেয়া হয় কাগজীয় ডকুমেন্টে। তানোর উপজেলার সোনারপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলামও দেখান পশু ক্রয়-বিক্রয়ের একটি ছাড়পত্র। মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছী ইউনিয়ন পরিষদের একটি প্রত্যয়নপত্র দেখান নন্দনহাট গ্রামের গরুব্যবসায়ী মোঃ দুলাল হোসেন। সেটিও স্বাক্ষরিত হয়েছে ঘটনার দিন সকালে। অর্থ্যাৎ ২১-০৫-২০২৫  ইং তারিখে। এমন অনেক ছাড়পত্র ও প্রত্যয়নপত্র গরু ব্যবসায়ীরা দেখান উপস্থিত গণমাধ্যমকর্মীদের।

ঐসকল প্রদর্শীত ছাড়পত্রের বিপরীতে বিজিবি-রাজশাহী ব্যাটালিয়ন-১ সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান বলেন, আমার গলাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখে দিলেই কি আমি তা হয়ে গেলাম। সেটিতো কখনো হয়না। ভারতীয় গরুকে কাগজে কলমে যারা দেশি বলে চালাতে চাচ্ছেন; তাদেরকে প্রমান করতে হবে কিভাবে এটা সম্ভব।  

বিষয়টি নিয়ে বিভিন্ন নিউজ পোর্টালে বিজিবির বিপরীতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হবার পর ঐদিন (২ মে) সন্ধ্যার পর রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি) কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন। সেখানে কর্তৃপক্ষ বলেন, রাজশাহীতে চোরাচালানবিরোধী অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ২২টি গরু এবং ২টি নসিমন গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ৬.৫ কিলোমিটার ভেতরে রাজপাড়া থানার দুমরীর মোড় এলাকায় এসব গরু আটক করা হয়।

চোরাকারবারীরা বিজিবির নজর এড়িয়ে ভারতীয় গরুগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে বিজিবির নিয়মিত টহল দলের অভিযানে এসব গরু এবং পরিবহন কাজে ব্যবহৃত নসিমন দুটি জব্দ করা হয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি হাটের ইজারাদাররা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে সহযোগিতার আশ্বাস দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.