ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবানে তারাগঞ্জ উপজেলা উপশাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় তারাগঞ্জ নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ফার্মেসির মালিক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য সরকার নির্ধারণের দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি কাজী আকতারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ সমিতির সদস্য ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।