× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে সীমান্তে বিএসএফ কর্তৃক ৫ জনকে পুশইন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২২ মে ২০২৫, ১৭:১৮ পিএম । আপডেটঃ ২২ মে ২০২৫, ১৭:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড় সীমান্ত  দিয়ে ৫ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে রামগড় উপজেলা প্রশাসন। বৃহস্প্রতিবার ২২ মে ভোরে রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।  

জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী মুল সড়কের পাশে  সোনাইপুল বাজার যাত্রী চাউনিতে অবস্থান করলে স্থানীয়রা ৫ ভারতীয় এই পরিবারকে আটক করে  মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে যায়। 

আটকৃতরা হলেন, মোঃ উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও  সুমামিয়া খাতুন (৮)।

আটককৃত মোঃ উম্মেদ আলী জানান, তাদেরকে প্রথমে বিমানে পরে বাসে করে গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। গতরাতে হাতচোখ বেঁধে তার পরিবার সহ আরো অনেককে ফেনী নদীতে ছেড়ে দিলে জান নিয়ে বাংলাদেশ সীমান্তে উঠেন আসেন। ফের ভারত সীমান্তে গেলে মেরে ফেলার হুমকি দেয় বিএসএফ। 

রামগড় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, রামগড় সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৫ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে তাদেরকে পুলিশ ও বিজিবির হেফাজতে রাখা হয়েছে।  বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল  জনান, বিএসএফ কর্তৃক পুশইন করা ৫ জন নাগরিক কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার চর সুপার কুটি গ্রামের বাসিন্ধা বলে ওই এলাকার চেয়ারম্যান ও  মেম্বার এর সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনী প্রক্রিয়া শেষে পুশ ইনকৃত বাংলাদেশী এই ৫ নাগরিকদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.