× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় হিরোইন ও ইয়াবাসহ আটক যুবক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ।

২২ মে ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ সৈকত (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার (২১ মে) বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটকৃত সৈকত, ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া জামতলা এলাকার আলী আক্তার'র ছেলে। তার কাছ থেকে প্রায় ০.০১৬ গ্রাম হিরোইন ও ১ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল  আটক করা হয়। 

হাতীবান্ধা থানার এসআই ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মাদকদ্রব্যসহ ওই এলাকায় প্রবেশ করছে ২ যুবক। তাৎক্ষণিক অভিযান চালিয়ে সৈকতকে আটক করা গেলেও তার সঙ্গে থাকা বড়খাতা জিগাড়ঘাট এলাকার তইজুল ইসলামের ছেলে নবীউল ইসলাম (৩০) পালিয়ে যায়। পরে সৈকতের দেহ তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে হিরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে থানায় হস্তান্তর করে বিজিবি।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে সন্দেহ করা হচ্ছে। তার সাথে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটক সৈকতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আমরা মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.