রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন ইউপি প্রসাশনিক কর্মকর্তা মোছা: রুপছানা পারভীন। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ্য ৭৬ হাজার ৩৩২ টাকা। আর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ ৪৫ হাজার ৮৯৫ টাকা। সমাপনী জের ধরা হয়েছে ৩০ হাজার ৪৩৭ টাকা।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোছা. রুপছানা পারভীন রহমান। তিনি সভায় বলেন, বাজেট একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এতে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন ঘটানো হয়। তাই উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে আমরা ইউনিয়নবাসীর সামনে পরিষদের পরিকল্পনা উপস্থাপন করি। আপনাদের প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদের কাজের গতি বাড়ায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বাজেট উপস্থাপনের পর আয়োজিত মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ অংশ নেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
সভায় প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, এই বাজেট আমাদের এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা। আপনাদের সহযোগিতা ও কর পরিশোধের মাধ্যমেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা চাই, বিষ্ণুপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন পরিণত হোক। রাস্তা, ড্রেন, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কাজে সবার অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়নের সকল সকল ইউপি সদস্যরা।এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।