× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃএনায়েত হোসেন,নোয়াখালী প্রতিনিধি ।

২২ মে ২০২৫, ১৮:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিষদের আহবানে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চার দফা দাবি সমূহ হলো,ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা। সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। 

এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন সবুজ,সহ-সভাপতি সত্য নারায়ণ ভৌমিক,সদস্য মোতাহের হোসেন রাজু,কেমিস্ট মো.হাসান প্রমুখ। বক্তারা,ভোক্তা ও ঔষধ ব্যবসায়ীদের যুক্তিক দাবি সমূহ মেনে নিয়ে সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.