× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২২ মে ২০২৫, ১৮:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোনের আয়োজনে উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে উপজেলার নয়মাইল ত্রিপুরাসহ আশপাশের এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।


সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি মহোদয়ের নির্দেশনায় এ চিকিৎসা সেবার পুরো কার্যক্রম পরিচালনা হচ্ছে জানিয়ে দীঘিনালা সেনা জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, ‘আমরা শুধু চিকিৎসা দিচ্ছি না, বরং মানুষের সঙ্গে মানবিক বন্ধন গড়ে তুলছি। সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা করছি যেন কেউ চিকিৎসাবঞ্চিত না থাকে।’


চিকিৎসা নিতে আসা নয় মাইল ত্রিপুরা পাড়ার বাসিন্দা রেজুনাথ ত্রিপুরা (৫৫) বলেন, ‘অনেক দিন ধরে হাঁটু আর বুকের ব্যথায় কষ্ট পাচ্ছি। এখানে এসে ওষুধসহ চিকিৎসা পেয়েছি। ভালো লাগছে।’


পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, আর্থিক সহায়তা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী কাজ করছে নিরলসভাবে।


স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং আস্থা ও সম্প্রীতির একটি সেতুবন্ধন তৈরি করছে পাহাড়ের মানুষের সঙ্গে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.