× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুড়িমারী স্থল বন্দরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

২২ মে ২০২৫, ১৮:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর বুড়িমারী স্থল বন্দর এই বুড়িমারী স্থল বন্দর দিয়ে আমদানি - রপ্তানিতে একপ্রকার রাজনৈতিক সিন্ডিকেট বিরাজমান, গত ৫ই আগস্টের পর থেকে এই স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কারক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সিন্ডিকেট থেকে সাধারণ শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছে,তাই আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মনোনীত প্রার্থী পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার মনোনীত মোঃ আবু রাইয়ান আশয়ারী (রছি) এর ডাকে আজকের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সহ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

তিনি বলেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিতর্কিত সাবেক উপজেলা চেয়ারম্যান পাটগ্রাম উপজেলার আওয়ামী সন্ত্রাসীদের অন্যতম গডফাদার হুন্ডি ও মাদক চোরা-চালান সিন্ডিকেটের প্রধান" √ "এবং বহু মামলার পলাতক আসামী" (মেসার্স আবতাহী ট্রেড ইন্টারন্যাশনাল) '' এর স্বত্বাধিকারী, মোঃ রুহুল আমিন বাবুল'' তিনি ইতিমধ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং পরিচালনার পাশাপাশি, সোনাহাট স্থলবন্দরেও লেবার হ্যান্ডেলিং দরপত্রে অংশগ্রহণ করে! এবং দ্বিতীয় সর্বনিম্ন করদাতা হিসেবে রয়েছে, যা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি।


এই রুহুল আমিন বাবুল এর বিরুদ্ধে বহু নির্যাতিত শ্রমিক ও বঞ্চিত টিকাদারদের অভিযোগ রয়েছে। যা বিগত ১৬ বছর আওয়ামী সরকারের আমলে তিনি দেড় হাজার কোটি টাকার অবৈধভাবে সম্পত্তির মালিক বনে যান, বুড়িমারী স্থল বন্দরের শ্রমিকরা আমাদেরকে জানান তিনি রুহুল আমিন বাবুল অবৈধভাবে শ্রমিকদের ঘামের টাকা আত্মসাৎ করে বলে শ্রমিকরা আমাদেরকে জানান। তারা বারবার আন্দোলন করে ব্যর্থ হন এবং নির্যাতিত হন। 


নাম না বলার স্বত্বে এক শ্রমিক নেতা বলেন তিনি একজন আওয়ামী ফ্যাসিবাদ, হুন্ডি ব্যবসায়ী, টাকা পাচারকার,ও  ফেরারি আসামি তাহলে কিভাবে স্থল বন্দরে প্রতিনিয়ত প্রত্যেকটি টেন্ডার এ অংশগ্রহণ করে যাচ্ছে, এবং তার স্বনামীয় প্রতিষ্ঠানে নতুন করে বাংলা বান্দা বন্দরের কাজ পরিচালনার পাশাপাশি তার আরেকটি অংশীদারি প্রতিষ্ঠান "ড্রপ কমিউনিকেশন লিমিটেড''যাহার সে পরিচালক, পদ্মাবতী বুড়িমারী স্থল বন্দরে লেবার হ্যান্ডেলিং পরিচালনা করে আসছে যাহা আমাদের বোধগম্য নয়, ইতিমধ্যে রুহুল আমিন বাবুল স্থল বন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে প্রত্যেকটি টেন্ডারে ষড়যন্ত্রের মাধ্যমে এবং মোটা অর্থের লেনদেনের বিনিময়ে দীর্ঘ এক যুগ থেকে একক নিয়ন্ত্রণে বুড়িমারী স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং কাজ নেয়ার পাশাপাশি ধীরে ধীরে কার্যক্রম পরিচালনা করে মাফিয়া  সাম্রাজ্য গড়ে তোলে। যার ফলশ্রুতিতে সে সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা টুকু প্রধান না করে অর্থনৈতিক ভাবে ফুলে-ফেটে উঠে, এবং পরবর্তীতে সেই লেবারদের এই ঘাম ঝরানো টাকা দিয়েই তার সন্ত্রাসী বাহিনী দ্বারা লেবারদের বুকে গুলি চালিয়ে লেবারদের রক্তে ধরানোর পাশাপাশি সাধারণ শ্রমিকদেরকেই হয়রানি মূলক পাঁচটি মামলা দায়ের করেন, সেগুলোর মধ্যে তিনটি মামলা এখনো চলমান।


 কিন্তু এখানে আরেকটি বিষয় দুইটি মামলা দুইজন সাংবাদিকের উপর ক্যামেরা ভাঙচুর এবং অতর্কিত হামলা করে আহত করে সাংবাদিকদের সেই সময়ের সংঘর্ষে।


বুড়িমারী স্থল বন্দরের কিছু অসাধু কর্মকর্তা পূর্বের টেন্ডার গুলোতে এটিএম ম্যাথডের মাধ্যমে নির্ধারিত দরটি টেন্ডার এর পূর্বেই এই সিন্ডিকেট কে প্রদান করত, যাতে অন্য কোন ঠিকাদার কার্যদেশ না পায়। এইভাবে উত্তরবঙ্গের সব কটি স্থল বন্দরে মাফিয়া সিন্ডিকেট গড়ে তোলে রুহুল আমিন বাবুল সাবেক উপজেলা চেয়ারম্যান পাটগ্রাম। 


এই বিষয়টি স্থলবন্দরে জানাজানি হলে অনেক কেই বদলি করা হয়, কিন্তু উক্ত সিন্ডিকেট কে পুনরায় কাজ পাইয়ে দেওয়ার নির্মিত্বে অনেকেই ইতিমধ্যে আবার সংশ্লিষ্ট শাখার ট্রাফিক কে পুনরায় বদলি হয়ে ফিরে এসেছেন, তার কিছু আওয়ামী দোসর লেবার সরদারের মাধ্যমে এখনো তাদের সিদ্ধান্তের বাইরে গেলে মামলা না তোলার হুমকির পাশাপাশি আইডি কার্ড না থাকার কারণে লেবারদের যখন-তখন কাজ থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করে, বর্তমানে সেতার আওয়ামী দোসোরদের দিয়ে একই ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে, আমাদেরকে জানান। 


আবু রাইয়ান আশয়ারী রছি আরো বলেন আমরা শংকিত আওয়ামী ফ্যাসিবাদ মাফিয়া গডফাদার অবৈধভাবে উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল পলাতক আসামি হওয়ার পরেও তার দ্বারা স্থল বন্দরের সাথে তার ব্যবসা পরিচালনা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করার পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে জানান। তিনি আরো বলেন স্তলবন্দর সহ দুদককে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পাশাপাশি অবতাহী ইন্টারন্যাশনাল, ও সিন্ডিকেটের সহযোগী লাইসেন্সগুলো বাতিল এবং অতি দ্রুত এই পলাতক আসামী মোঃ রুহুল আমিন বাবুলকে গ্রেফতারের দাবী জানায়।


এরপর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এবি পার্টির পক্ষ থেকে আবু রাইয়ান আশয়ারী (রছি )! এরপর একটি সংবাদ সম্মেলন করে সকলকে অবহিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.