× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঙলা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার পদ স্থগিত

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি ।

২২ মে ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাঙলা কলেজ প্রতিনিধি দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কড়া অবস্থান নিল জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি বাঙলা কলেজ শাখার পাঁচ নেতাকে সাময়িকভাবে তাদের পদ থেকে স্থগিত করা হয়েছে।

স্থগিতাদেশপ্রাপ্তরা হলেন—যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মিয়া ও মাহবুব শাহিন, এবং সদস্য রেজাউল করিম বাদল, রাব্বি মল্লিক ও মাসুদ রানা।


বুধবার (২১ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ অনুমোদনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ছাত্রদলের একাধিক সূত্র জানায়, দলীয় নীতিমালা ভঙ্গ ও দায়িত্ব পালনে গাফিলতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংগঠনের কর্মকাণ্ড আরও শৃঙ্খলিত ও গতিশীল করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.