ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থী মারা গিয়েছে। রাজু চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার বাসিন্দা।
ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিভিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম রাজু সহ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের মাঠে খেলাধুলা শেষে পুকুরে নেমে গোসল করছিলো। সবার অগোচরে রাজু পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে এক শিক্ষার্থীর পায়ের সাথে তার দেহের আঘাত লাগলে তাৎক্ষনিক রাজুকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।