× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে নিয়োগে দুর্নীতি-অনিয়মের তথ্য চেয়ে আহবান

জবি প্রতিনিধি।

২২ মে ২০২৫, ১৯:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে আগস্ট ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি/আপগ্রেডেশন প্রক্রিয়ায় কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকলে, তার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ মে) সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ মশিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদন প্রদানের জন্য গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বরাবর উক্ত অভিযোগপত্র আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। অভিযোগপত্রটি বিস্তারিত বিবরণ ও স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে তদন্ত কমিটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.