কক্সবাজার সদর মডেল থানা কম্পাউন্ডে ভিতর সাংবাদিক আব্দুল্লাহ আল ফরহাদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২২ মে ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাবলিক লাইব্রেরি সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। পেশাগত দায়িত্ব পালনের সময় বারবার হামলার শিকার হচ্ছেন সংবাদকর্মীরা। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। যদি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হাসান, রূপালী সৈকত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম, দৈনন্দিন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দু শুক্কুর, নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিকুর উল্লাহ জিকু, সাংবাদিক সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম, দৈনিক সংবাদ সারাবেলার স্টাফ রিপোর্টার অন্তর দে বিশাল, সমুদ্র কণ্ঠের নিজস্ব প্রতিবেদক জয় বৈদ্য, সাংবাদিক সায়েখ সিরাজ, চ্যানেল এস প্রতিনিধি নুরুল আফসার, দৈনিক দৈনন্দিনের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান, কক্সবাজার সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন, রমজান, নুর কামাল, সিসিএন নিউজের প্রতিনিধি নুর মোহাম্মদ শেখ, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি সরওয়ার সাকিবসহ অর্ধ শতাধিক সংবাদকর্মী।
উল্লেখ্য, গতকাল বুধবার (২১ মে ) রাতে কক্সবাজার সদর মডেল থানা কম্পাউন্ডে সংবাদকর্মী আব্দুল্লাহ আল ফরহাদের উপর অতর্কিত হামলা চালায় মারুফ হাসান তাহসিনের নেতৃত্বে নয়নসহ ৮–১০ জনের একটি দল। হামলাকারীরা তার কাছ থেকে ১৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আব্দুল্লাহ আল ফরহাদ বর্তমানে জাতীয় অনলাইন গণমাধ্যম বিবার্তা-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ, গণসংযোগ, দৈনন্দিন, কক্সবাজার বাণী এবং রুপালী সৈকত পত্রিকার মেকআপ বিভাগের দায়িত্বে আছেন।