× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

২২ মে ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ শোভা যাত্রা বের করা হয়।

শোভা যাত্রায় উপজেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.