কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়ায় দ্রুতগামী বাস এসআই পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক এনজিও কর্মী নজরুল ইসলাম (৩৭) নিহত হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া যাত্রী ছাউনির সামনে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত মোঃ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পুর্ব দুর্গাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ও এনজিও সংস্থা এসকে ফাউন্ডেশনের খুটাখালী শাখার ম্যানেজার বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ছলিম উল্লাহ বলেন, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারমুখী দ্রুতগামী এসআই পরিবহন ( ঢাকা মেট্টা- ব-১৫-৭০৪২) মেদাকচ্ছপিয়া ঢালায় পৌছলে এনজিও কর্মী নজরুল ইসলামের মোটরসাইকেলের (কক্সবাজার-হ- ১২- ১৯৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক নিহত হন। মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত হয়েছেন। ঘাতক বাস ও মোটরসাইকেল পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।