× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২ কেজি গাঁজাসহ এক মাদককারবারী আটক

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৫ মে ২০২৫, ১৬:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (২৫ মে) বেলা ১১ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক মাদককারবারী ওবাইদুল ইসলাম (৩২) নীলফামারী জেলার ডিমলা থানার ভেন্ডাবাড়ি এলাকার ছায়েদুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, শনিবার রাত ১০ টার দিকে নগরীর দর্শনা মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশীকালে দর্শনা থেকে মডার্ন মোড়ে হেঁটে যাওয়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে, তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাতেই এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১১, তাং-২৪/০৫/২০২৫ । মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.