নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খানের সভাপতিত্বে উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, " খাজনা না দেওয়ার কারণে জমির মামলা মোকদ্দমাসহ নানা জটিলতা সৃষ্টি হয়। জমির খাজনা যদি নিয়মিত আপডেট থাকে তাহলে ভুয়া দলিল ও ভুয়া খারিজ কম হবে। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, " খাজনা না দেওয়ার কারণে জমির মামলা মোকদ্দমাসহ নানা জটিলতা সৃষ্টি হয়। জমির খাজনা যদি নিয়মিত আপডেট থাকে তাহলে ভুয়া দলিল ও ভুয়া খারিজ কম হবে।
তাই সকলে অনলাইন এ্যাপের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে জমির খাজনা পরিশোধ করুন "।
ভূমি অফিসের নাজির আশিকুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান, শ্রীকাইল ইউনিয়ন ভূমি সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল হালিম ও সাংবাদিক বেলাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।