চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫" এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) থেকে মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার এবারের প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’
মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রশাসনিক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারো উপজেলা প্রশাসসিক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা কমপ্লেক্সের বটতলায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা'র সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ভূমি অনলাইন সেবায় সম্পূর্ণ দূর্নীতি মুক্ত কার্যক্রম। তাই সবাই ঘরে বসে অনলাইনে ভূমি সেবা গ্রহণ করবেন। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাংবাদিক আরাফাত আল আমিন, সেনা সদস্য (অবঃ) আবাদুল হালিম, সেবা গ্রহীতা আবুল হোসেন ভুইয়া, জমির হোসেন পাটোয়ারী প্রমূখ।