"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি"- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফেনীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়েছে।
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৫ মে) সদর উপজেলা ভূমি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
পরে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী,জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতী আবদুল হান্নান,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া,জেলা খেলাফত মজলিসের সহ-সেক্রেটারী আজিজ উল্লাহ আহমদী,বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব,ছাত্র প্রতিনিধি ওমর ফারুক,আব্দুল কাইয়ুম সোহাগ।
এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ সকল অতিথিবৃন্দ উপস্থিত জনসাধারণের জিজ্ঞাসা শোনেন, ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করেন এবং স্টল পরিদর্শন করেন।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান,
তিনদিন ব্যাপী এই ভূমি মেলায় জনসাধারণ অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন,ভূমি উন্নয়ন কর প্রদান,ই-নামজারি, লিজ নবায়ন ফি, ভূমি উন্নয়ন কর ও অন্যান্য অনলাইন ভূমিসেবা সংক্রান্ত অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন,ভূমি বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব,অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত বই/লিফলেট বিতরণ এবং অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দের কাছে ভূমি বিষয়ক যেকোন জিজ্ঞাসা উপস্থাপনের সুযোগ পাবে।