চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ভূমি মেলা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই ভূমি সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে মেলা।
রবিবার (২৫ মে) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর উদ্যোগে আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, তথ্যসেবা কর্মকর্তা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, ভূমি অফিসের পেশকার, নাজির ও ক্রেডিট চেকিং কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে এসিল্যান্ড আবদুল্লাহ আল মামুন বলেন, “ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সেবা প্রার্থীদের সচেতন করা, যেন তারা নিজেরাই নিজেদের কাজ সম্পাদন করতে পারেন। তারা যেন কোনো দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার না হন—সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এই মেলার অন্যতম লক্ষ্য”।