কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি (এক নালা) বন্দুকসহ সাইফুল ইসলাম প্রকাশ রোমান (৩৫) নামের এক ডাকাতকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগানের পাশ্ববর্তী হায়দার নাশি নামক স্থান থেকে অস্ত্রসহ এ ডাকাতকে আটক করতে সক্ষম হন। আটককৃত ডাকাত সাইফুল ইসলাম (প্রকাশ রোমান) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মালুমঘাট চা-বাগান হায়দারনাশী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র। আটককৃত ডাকাত সাইফুল ইসলাম প্রকাশ রোমানের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে চকরিয়া থানা একাধিক মামলাও রয়েছে বলে জানা যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত সাইফুল ইসলাম প্রকাশ রোমান অস্ত্র নিয়ে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। তাকে আটক করার পর আদালতে হস্তান্তর করা হয়েছে।