চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজি এফ এর চাল বিতরণ করা হয়েছে ৷
মঙ্গলবার (২৭ মে) সকালে ঈদুল আযহা উপলক্ষে বন্যাক্রান্ত ,অন্যান্য দুর্যোগক্রান্ত ,দুঃস ও অতিদরিদ্র ব্যাক্তিদের মাঝে উপজেলার ফতেপুর পচেশিম ইউনিয়নের ১ হাজার ৫শ পরিবারের মাঝে ১০ কেজি ভিজি এফ এর এই চাউল বিতরণ করা হয় ৷
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বৈষম্য বিরোধী ছাত্রান্দলনের সমন্বয়ক ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: নুরুল হুদা ফয়েজি ও ফতেপুর পচ্শিম ইউপি‘র প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান ৷
চাল বিতরণ উদ্বোধনকালে মো: নুরুল হুদা ফয়েজি বলেন,ঈদুল আযহা উপলক্ষে বন্যাক্রান্ত ,অন্যান্য দুর্যোগক্রান্ত ,দুঃস ও অতিদরিদ্র ব্যাক্তিদের মাঝে ভিজি এফ এর চাউল বিতরণ করা হচ্ছে এবং আমরা নজর রাখছি যাতে সরকারের নিয়ম অনুযায়ী সঠিকভাবে চাউল বিতরণ করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা যুবদলের সদস্য আলামিন সরকার,ফতেপুর পচ্শিম ইউপি যুবদলের প্রচার সম্পাদক হাবিব সরকার,যুবদলের নেতা শাহাদাৎ হোসেন, তপন, নুরুল আমিন, রুবেল খান, ফরিদ খানসহ ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷