× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

২৭ মে ২০২৫, ১৯:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে ফেনী ৪ বিজিবি।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি জানান,মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বিজিবির একটি টহল দল ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশন। এগুলো স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ফেনী ৪ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.