ফেনীর দাগনভূঞা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য দপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক বিশ্বজিৎ বৈরাগী।
উপজেলা মৎস্য অফিসার মো. মিরাজুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মো: মাসুদুল হাছান, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
এসময় সহকারী উপজেলা মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মাচীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১২৬ জন বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।