চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের ২দিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।রবিবার থেকে ২দিন ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন কর্তৃক পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এ সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি সুমন চক্রবর্তী সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এরশাদ আলম, সাংগঠনিক সম্পাদক মুক্তার উদ্দিন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রনি কান্তি দেব, সদস্য মোহাম্মদ তারেক, মিজানুর রহমান রুবেল সহ আরো অনেকে। মতবিনিময় সভা শেষে কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দরা।