ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেছেন, আমরা ভীষণভাবে লক্ষ করছি গত ৫ আগস্টের পর শিক্ষক-শিক্ষার্থীদের আত্মসম্মানের জায়গায় অনেক অবনতি হয়েছে।
তাই নিজেদের সম্মান বজায় রাখতে হবে শিক্ষকদের। আর শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।শিক্ষাখাতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সামগ্রিক উন্নয়ন করতে হবে কমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় অনুভতির শিক্ষা দিতে হবে। যাতে তারা কোনো অন্যায় কাজের সাথে জড়িত না হয়।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সকলের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। যখন থেকে নৈতিকতা এবং মানবিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষের নেতৃত্ব দেবে, সেদিন থেকে পথ হারাবে না বাংলাদেশ। সেই নেতৃত্ব তৈরি করতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদেরকে নিজের ছেলে-মেয়ের মতো মনে করতে হবে। কমলমতি শিক্ষার্থীরা কাঁদা-মাটি মতো, ওদের যেভাবে গড়ে তুলবেন করবেন, ওরা সেভাবেই বেড়ে ওঠবে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আমি তিন কিলোমিটার পায়ে হেটে প্রাইমারী স্কুলে যেতাম। একবারে যেতে পারতাম না, মাঝখানে একবার বিরতি দিতাম। সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠান যত দূরেই হোক, এটা কোনো বিষয় না। মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই, সেখানে শিক্ষার্থীরা যাবেই। শিক্ষকরা আমাদেরকে নৈতিক শিক্ষা দিয়েছেন। আমরা যত বড় অফিসারই হই না কেন, শিক্ষকদের চেয়ে বড় কিছু নয়। আমরা শিক্ষকদের রোল মডেল মনে করি। আমরা এখনো শিক্ষকদের পায়ে হাত দিয়ে সামাল করি।