× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক,দেশীয় অস্ত্র উদ্ধার

মাহমুদ হাসান কচি, নারায়ণগঞ্জ প্রতিনিধি।

২৮ মে ২০২৫, ১৭:৫০ পিএম । আপডেটঃ ২৮ মে ২০২৫, ১৭:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের আস্তানায়  অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক এবং দেশীয় অস্ত্র সহ ডি কোম্পানি নামক একটি কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার ভোরে (২৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের নাম ইমরান (৩০), বাপ্পী (২৮)। এর মধ্যে বাপ্পীর নামে ফতুল্লা থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

মঙ্গলবার বিকেলে র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কঃ এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।


এসময় তিনি আরো জানান,  ডি কোম্পানী নামক  কিশোর গ্যাং গ্রুপটি সম্প্রতি এলাকাতে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিলো। তাদের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ট হয়ে পড়েছিলো। বিভিন্ন সময়ে দেশিয় অস্ত্রসহ এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগনের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এছাড়াও তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলো তারা।


এদিকে অভিযানের সময় তল্লাশি করে বিক্রয়ের জন্য রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিছ ইয়াবাসহ ২টি ছুরি ও ০২টি চাপাতি উদ্ধার করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.