× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎তারাগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

‎নাহিদুজ্জামান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৮ মে ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎রংপুরের তারাগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই আইনের ২০১৮ এর ওজন ও পরিমাপ মানদন্ড, মিথ্যা তথ্য প্রদান করায় (২৯, ২৪(১) ও ৩০) ধারা অনুযায়ী সোনালী ফিলিংস স্টেশন ৮ হাজার, আজমেরী বেকারি ১০ হাজার , প্রমি আইসক্রিম ১০ হাজার, চয়েস সুপার আইসক্রিম ১০ হাজার করে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তারাগঞ্জ নতুন চৌপথি ও বাজারের বিভিন্ন হোটেল, মুদি খানায় বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

‎এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রংপুর জেলার বিএসটিআই এর পরিদর্শক নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার তাওহিদ আল-আমিন।
‎অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, বিএসটিআই আইনের ২০১৮ এর ওজন ও পরিমাপ মানদন্ড ও মিথ্যা তথ্য প্রদান করায় (২৯, ২৪(১) ও ৩০) ধারা অনুযায়ী চারটি প্রতিষ্ঠানে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হোটেল, মুদি খানায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি পরিচালনা করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.