× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

২৮ মে ২০২৫, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনী জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২০২৫ এর আওতায় "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ বর্তমানে "ডেমোগ্রাফিক ডিভিডেন্ড" এর যুগে প্রবেশ করেছে। এ সুযোগ কাজে লাগানোর জন্য তরুণদের যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শ্রমবাজারে দক্ষ মানুষ সরবরাহ দিতে না পারায় আমরা রেমিট্যান্স লাভে ব্যর্থ হচ্ছি। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে "From Village to Vissa's: Road to Skill Migration' প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, জেলা তথ্য অফিসার এস. এম. আল-আমিন,ফেনী সরকারি কলেজের প্রভাষক বিজয় কুমার,ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক মো: নূর উদ্দিন। 

উক্ত আলোচনা সভায় শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.