রংপুরের বদরগঞ্জে ব্যবসায়ী সমাজের নেতৃত্বকে খর্ব করার অপচেষ্টায় হত্যা মামলার মত একটি সাজানো ফঁাদ তৈরি করা হয়েছে- এমন দাবী করেছেন ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাহান মানিক। মঙ্গলবার(১৭জুন) সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরস্থ তার ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৫ এপ্রিল বদরগঞ্জ পৌর শহরের একটি দোকানঘর ভাড়া নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় লাভলু সরকার নামে এক ব্যক্তি মারাত্মক আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহতের ছেলে রায়হান কবীর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মধ্যে আমাকে তিন নম্বর আসামী করা হয়েছে।
অথচ আমি ঘটনাস্থলে ছিলাম এমন প্রমাণ কেউই দিতে পারবেনা। কারণ আমি সেসময় ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম। এছাড়া পৌরশহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেও তা’ স্পষ্ট হবে। তিনি এঘটনাকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারসহ তার ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি আমার সামাাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে ও ব্যবসায়ী সমাজের নেতৃত্বকে খর্ব করতে এমন সাজানো ফঁাদ তৈরি করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত ৫ এপ্রিল ঢেউটিন ব্যবসায়ী জাহেদুল হক জোয়ার্দারের দোকান ঘর সংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। কিন্তু একটি পক্ষ হঠাৎ করে সেখানে হামলা চালিয়ে সামিয়ানা ও ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি মাইক ভাঙচুর করে।
এরপর সমস্ত দায়ভার আমার উপর চাপিয়ে দেয়া হয়। একারণে আমার ব্যক্তিগত সম্মাণহানী ঘটার পাশাপাশি পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাভলু হত্যার বিচার হোক এটা আমিও দাবী করি। তবে কি কারণে এমন নির্মম ঘটনা ঘটল সেটিও উদঘাটন করা উচিত বলে মনে করি।
এদিকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেছেন, আমি কারো বিরুদ্ধে কখনোই ষড়যন্ত্র করিনা- এই সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই। বরং লাভলু হত্যার বিচার চাইতে গিয়ে সরওয়ার জাহান মানিকসহ আরো অনেকেই আমার বিরুদ্ধে মামলা দায়েরসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।