× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রিমিয়ার লিগ চালু হলে রাজশাহীর ক্রিকেট ফিরে পাবে প্রাণ

রাজশাহী ব্যুরো।

২২ জুন ২০২৫, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি। এ জন্য বিকেন্দ্রীকরণ কৌশল হাতে নিয়েছেন তিনি। আজ রবিবার (২২ জুন) জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করার কথা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদমাধ্যমকে বুলবুল এ সব কথা বলেন। প্রিমিয়ার লিগ চালু করা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণ) করতে চাই। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝে মধ্যে। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট সক্রিয়তা আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।’

টেস্ট ক্রিকেটে এখনো পিছিয়ে বাংলাদেশ। লাল বলের সংস্করণে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় বুলবুলের, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম, বাংলাদেশের মানুষ বিশেষ করে গতকালকে খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ এরই মধ্যে পূর্ণ সদস্য (আইসিসির)। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সব সময় করতে চাই। এটা একটা অংশ।’

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণ নিয়ে বুলবুল বললেন, ‘আপনারা জানেন, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়রা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।’

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের আউটফিল্ডের প্রশংসা করে বুলবুল বলেন, ‘দেখছেন এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম সুযোগ-সুবিধা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এমনিতেই আউটফিল্ড বের হয়ে আসবে।’ রাজশাহীর ক্রিকেটপ্রেমী ও বর্তমান-প্রাক্তনরা বুলবুলের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে বলেন, প্রিমিয়ার লিগ চালু হলে রাজশাহীর ক্রিকেট ফিরে পাবে প্রাণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.