× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি।

২৩ জুন ২০২৫, ১৬:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তের পৃথক অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও চৌত্রিশ হাজার ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গা'কে আটক করেছে বিজিবি'র সদস্যরা। আজ সোমবার সকালে সীমান্তবর্তী ঘুমধুম ও লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে এঘটনা ঘটে। 

আটককৃতরা- মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) এবং মো: শফি আলম (৩০)। তারা সকলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১ এর ব্লক-ডি বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে শাহীন ডাকাতের আস্তানায় অভিযান চালায় বিজিবি ১১ ব্যাটেলিয়ানের সদস্যরা। এসময় আস্তানা থেকে ২টি দেশীয় একনলা বন্দুক এবং ৩টি শর্টগান অস্ত্র উদ্ধার করা হয়। 

অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ দল সীমান্ত সড়কে অবস্থান নেন। এসময় ব্যাগ কাঁধে নিয়ে আসার পথে ৩ জন রোহিঙ্গা'কে জিজ্ঞাসাবাদের সময় তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। এসময় এদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা এবং দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত সুরক্ষা ও সীমান্তে সন্ত্রাস চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্রশস্ত্র গুলো নাইক্ষ্যংছড়ি-ঈদগড়ের ত্রাস ডাকাত শাহীন গ্রুপের। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম জানান, বিজিবি অভিযানে ইয়াবা'সহ ৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিজিবির নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে সীমান্ত পথে ইয়াবা চোরাচালান অনেকটাই কমে এসেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.