× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় আইনগত অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

২৪ জুন ২০২৫, ১৯:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় জনগণের আইনগত অধিকার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টায় সিংড়া উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও জেলা লিগ্যাল এইড অফিস।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাসিরুল হক।

সভায় বক্তারা জনগণের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধি, সহজে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি এবং প্রান্তিক জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার বিষয়ে আলোচনা করেন। লিগ্যাল এইড সংস্থা বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হয় এবং আইনি সুরক্ষা লাভ করে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের কাছে রাষ্ট্রীয় আইনি সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটিগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মাসাদুজ্জামান, বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্র এম সারওয়ার জাহান, বিজ্ঞ সহকারী জজ সাদিয়া আনজুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সহকারী পুলিশ সুপার ( সিংড়া সার্কেল) সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম'সহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলার সকল ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যরা ও সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.