সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির অভিযানে ৩ কোটি পঞ্চাশ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর ২৭ বীর এর হরিপুর আর্মি ক্যাম্প এর সাথে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অপারেশন পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে।
আটককৃত এ সকল ভারতীয় কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩,৫০,০০,০০০.০০ (তিন কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন,বিজিবি ও সেনাবাহিনী হরিপুর ক্যাম্প সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।