× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণে উত্তাল বি.কে ওয়াই জুট মিল

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড প্রতিনিধি।

০১ জুলাই ২০২৫, ১৬:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোটগারোগা হাটে অবস্থিত বি.কে ওয়াই জুট মিলে উত্তপ্ত হয়ে উঠেছে শ্রমিক পরিবেশ। বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। শ্রমিকদের অভিযোগ প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ নীরব।

শ্রমিকরা জানান, ছয় মাস আগে মিল কর্তৃপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের একজন বলেন,“দীর্ঘদিন ধরে আমরা কম বেতনে ঝুঁকিপূর্ণ কাজ করছি। স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা ছিল শুধু মুখের কথা। এখন বললে বলে—তোমরা আমাদের শ্রমিকই না!”


আন্দোলনকারীরা দাবি করেন, কারখানায় শ্রম নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। হেলমেট, মাস্ক, গ্লাভস ছাড়াই শ্রমিকদের উচ্চ শব্দ, ধূলিকণা ও ভারী যন্ত্রপাতির মাঝে কাজ করতে হয় প্রতিদিন। এর পাশাপাশি শিশু ও কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে যা শ্রম আইন ও শিশুশ্রম নিষিদ্ধ আইনের সরাসরি লঙ্ঘন।

শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদেও বাধা আসছে বলে অভিযোগ।


“আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু প্রশাসনের নজরদারি ও চাপ যেন বুঝিয়ে দেয় আমাদের কণ্ঠ রোধ করাই মূল উদ্দেশ্য,” বলেন এক আন্দোলনকারী।


তবে কারখানা কর্তৃপক্ষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বি.কে ওয়াই জুট মিলের ব্যবস্থাপক আশীষ জানান, “যারা আন্দোলন করছে তারা আমাদের কারখানার স্থায়ী শ্রমিক নয়। তাদের অভিযোগের ভিত্তি নেই।” এই বিবৃতিকে শ্রমিকরা ‘অবহেলা ও দায় এড়ানোর চেষ্টা’ বলে অভিহিত করেছেন। তারা বলেন, শ্রমিকের দাবি অস্বীকার করে সমস্যার সমাধান করা যাবে না—বরং পরিস্থিতি আরও ঘোলাটে হবে।


এদিকে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.