× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি ।

০১ জুলাই ২০২৫, ১৭:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা আনিসা অবশেষে কাল শনিবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অসুস্থ মায়ের জন্য প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় তিনি পরীক্ষায় বসতে পারেননি।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার দাবিও ওঠে।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, আনিসার পরিবারের খোঁজ নিতে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে বাসায় পাঠানো হয়। তিনি বলেন, "আনিসার মা এখন সুস্থ। আনিসা কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।"

বাংলা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়া হবে কি না, তা এখনো বিবেচনাধীন। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আনিসার পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছালে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এরপর কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন তিনি।

গতকাল শনিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.