বান্দরবানের আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাছমেন্ট এলাকা ১নং ওয়ার্ডের উত্তরপাড়া ও মিশন পাড়ার শতাধিক শিশুর একমাত্র শিক্ষার আশ্রয় হলেও সেখানে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই। দীর্ঘদিন ধরে কাঁচা ও ভাঙাচোরা রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। ফলে কমছে উপস্থিতি, বাড়ছে ঝরে পড়ার আশঙ্কা।
জানা যায়, উত্তরপাড়া ও মিশন পাড়া গ্রামের শতাধিক শিশুদের শিক্ষার ভরসা হয়ে উঠেছে চাম্বি সরকারি প্রা. বিদ্যালয়টি। এসব শিক্ষার্থীর যাতায়তের একমাত্র পাহাড়ী রাস্তা গত বছর অতি বৃষ্টির পানিতে রাস্তার পুরো সাইড ভেঙ্গে যায়, ফলে ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়ত সহ বর্ষাকাল এলেই দুর্ভোগ চরমে পৌঁছায়। রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে পড়ে। প্রায়সময় শিশুদের ভিজে ময়লা জামাকাপড় নিয়ে উপস্থিত হতে হয় শ্রেণিকক্ষে। এতে করে ক্লাসে মনোযোগ তো কমেই, অনেকেই বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত হচ্ছে।
অভিভাবকরা বলেন, “প্রতিদিন এভাবে কাদামাটির মধ্যে দিয়ে শিশুদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কেউ পড়ে যায়, কেউ কাদায় আটকে পড়ে। অনেকেই আর পাঠাতে চায় না।” এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা দ্রুত পাকা না হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে। অনেকেই বাধ্য হয়ে সন্তানদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন।
এদিকে স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে বারবার অবগত করার পরেও কোন ব্যবস্থা না নেওয়াই শিক্ষার্থীদের দুর্ভোগের কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন দেন আজিজুর রহমান নামে এক অভিভাবক। যেন ইউএনও মানবিক দৃষ্টিকোণ থেকে রাস্তা নির্মাণে সহায়তা করেন।
লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, শীঘ্রই এই রাস্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অত্র ওয়ার্ড সদস্যকে প্রাথমিকভাবে সংস্কার করে দেওয়ার কথা জানানো হয়েছে।