পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ রঞ্জুকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
রঞ্জু পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক । সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার মঙ্গলবার (০১ জুলাই) দুপরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আওয়ামী লীগ নেতা রঞ্জু এমপির শ্যালক হওয়ার সুবাদে এলাকায় দাপটের সঙ্গে চলতেন। তার বিরুদ্ধে এলাকার পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।