চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে সোমবার (৩০ জুন (সোমবার) দুপুরে মামার বাড়ির ছেলেদের সাথে গোসল করতে নেমে শান্ত নন্দী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত শান্ত নন্দী রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে। শান্ত নন্দী মা বাবার সাথে দীর্ঘদিন চট্টগ্রাম চকবাজার তাহের কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত চারদিন আগে হাইদগাঁও মামার বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয়রা জানান, সবাই একসাথে দুপুর একটার সময় গোসল করতে যায় তারপরে সবাই ঘরে ফিরে যায়। তখন শান্ত ঘরে না ফিরলে বন্ধুরা এবং প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুজি করার পরে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পটিয়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।