× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০১ জুলাই ২০২৫, ১৯:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ির পাশে ধরপাড়া পুকুরে সোমবার (৩০ জুন (সোমবার) দুপুরে মামার বাড়ির ছেলেদের সাথে গোসল করতে নেমে শান্ত নন্দী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত শান্ত নন্দী রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে। শান্ত নন্দী মা বাবার সাথে দীর্ঘদিন চট্টগ্রাম চকবাজার তাহের কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত চারদিন আগে হাইদগাঁও মামার বাড়িতে বেড়াতে আসে। 

স্থানীয়রা জানান, সবাই একসাথে দুপুর একটার সময় গোসল করতে যায় তারপরে সবাই ঘরে ফিরে যায়। তখন শান্ত ঘরে না ফিরলে বন্ধুরা এবং প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুজি করার পরে পানির নিচ থেকে  ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পটিয়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.