চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার আসামি সমীর সরদার (৫০) হঠাৎ থানায় হাজির হয়ে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
জানা গেছে, সমীর সরদার পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পেঁচিয়ে পাড়া এলাকার বাসিন্দা। তিনি ভোলা সরদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে পরিচিত ছিলেন। থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১২টার সময় তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ সময় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ বলেন, “দুপুরে সমীর সরদার থানায় এসে নিজ থেকে ধরা দেন। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।