চট্টগ্রামের আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ইলেকট্রনিক্স সামগ্রী আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপে পুলিশ ইউনিফর্ম পরিহিত আনোয়ারা থানার ওসির ছবি ব্যবহার করে উপজেলার বটতলী ও বন্দর সেন্টার মহাল খাঁন বাজারের দুটি ইলেকট্রনিক্স দোকানে যোগাযোগ করে।
তারা স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি ফ্যান কেনার আগ্রহ প্রকাশ করে এবং টাকা বিকাশে পরিশোধ করা হবে বলে জানায়। পরে ২৭ জুন একটি পিকআপ ভ্যানে মালামাল তুলে নিয়ে চক্রটি নিখোঁজ হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম কোতোয়ালী থানার বলুয়ারদীঘির পাড় এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে সোমবার (৩০ জুন) দুপুরে মৃত মো. করিমের ছেলে প্রতারক মো. সুমন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সুমনের বাসা থেকে একটি ফ্রিজ ও একটি ফ্যান উদ্ধার করা হয়েছে। এছাড়া পটিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একটি স্মার্ট টিভি। চক্রের অন্য সদস্যকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।