ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনের ৬টি টিকেটসহ শাহ আলম(৪৫) নামের এক টিকেট কালোবাজারিকে আটক করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (৩০ জুন) বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে স্টেশনে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের একটি অভিযানে ১৬ আসনবিশিষ্ট ০৬টি টিকেটসহ চিন্তিত টিকেট কালোবাজারী শাহ আলম'কে আটক করা হয়।
আটককৃত কালোবাজারি শাহ আলম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মৃত জলিল ভূইয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে টিকিট বিক্রির উদ্দেশ্যে অপেক্ষমান শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।